সারাদেশ থেকে সুপ্ত প্রতিভা খুঁজে বের করার এবং দেশবাসীর সামনে তাদের ট্যালেন্ট তুলে ধরার সবচেয়ে বড় শো টফি স্টার সার্চ। দর্শক ও বিচারকদের রায়ে তৈরি হবে টফি স্টার।
টফি স্টার সার্চে চলছে ফাইনাল পারফর্ম্যান্সের ওপর ভোটিং। লাইক, রিয়েক্ট, শেয়ারের ওপর থাকছে টফি পয়েন্ট। ভোটিংয়ের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, ২০২২।
ট্যালেন্ট দেখিয়ে জিতে নাও পুরস্কার টফি স্টার সার্চ-এ! ১ কোটি টাকার সমমূল্যের প্রাইজ আছে শীর্ষ ৩০ প্রতিযোগীর জন্য!
নিচে গানের তালিকা রয়েছে যা প্রতিযোগীরা গাইবার জন্য, নাচের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বা অন্য যেকোনো পারফরম্যান্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এ তালিকার বাইরের কোনো মিউজিক ব্যবহার করতে চাইলে তা কপিরাইট ফ্রি হতে হবে। প্রতিযোগীরা নিজেদের মৌলিক গানের সাথেও পারফর্ম করতে পারবে। এক্ষেত্রে গান তৈরিতে প্রতিযোগীকে তার ভূমিকার প্রমাণ দিতে হবে। এছাড়াও প্রতিযোগীরা তাদের পছন্দের যেকোনো রবীন্দ্রসঙ্গীত, লালনগীতি এবং হাসন রাজার গানের সাথেও পারফর্ম করতে পারবে।
গান জানো? কিংবা নাচ? অভিনয়? যাদু? বা অন্যান্য কোনো প্রতিভা, যা তুমি সবার সামনে তুলে ধরতে চাও? তাহলে তোমার চ্যানেল খুলে টফি স্টার সার্চ-এ অংশগ্রহণ করো, প্রতিভা দেখিয়ে ভিডিও আপলোড করো টফি অ্যাপে এবং হয়ে যাও দেশের সবচেয়ে বড় স্টার!
অসাধারনসব সব পারফর্ম্যান্সে বিচারক ও দর্শকদের মন জয় করে তারা জিতে নিয়েছে টফি স্টারের খেতাব। চলুন, চিনে নেই ‘টফি স্টার সার্চ’ এর প্রথম আসরের সেরা ৩০ প্রতিযোগীকে।
টফি পয়েন্টস-এর ভিত্তিতে ৪৫০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে প্রথম রাউন্ডের জন্য তোমার ভিডিও যত ভিউ এবং রিঅ্যাকশন পাবে, লিডারবোর্ডে শীর্ষে আসার সুযোগ তোমার ততই বেশিপ্রতি সপ্তাহে এই বোর্ডটি আপডেট হবে।তাই বেশি বেশি ভিডিও আপলোড করো এবং সবার সাথে শেয়ার করো।